নওশাদ সিদ্দিকির এতোটা প্রাণের প্রাণের ভয় যে তিনি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে চান না। পাছে তাঁকে বিষ দিয়ে মেরে ফেলা হয়। তাই তাঁর সঙ্গে যাঁরা থাকেন, তাঁদের তিনি বলে দিয়েছেন। যদি কোনও হামলা নওশাদের উপর হয়, তবে তাঁকে যেন সরকারি ভর্তি করা না হয়। তিনি সরকারি হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে আতঙ্কিত। প্রশ্ন হল কীসের ভয়?তাঁকে কেউ মেরে ফেলতে পারে? তার সঙ্গে কী সরকারের যোগ রয়েছে? উত্তরে নওশাদ বলেন, তাঁর সরকারের উপর কোনও ভরসা নেই। এই কথা শুনে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি কোন সরকারের কথা বলছেন। রাজ্য সরকার নাকি কেন্দ্রীয় সরকারের। যদিও সেই নিয়ে উত্তর তিনি দিতে চাননি। শুধু পাখি পড়ার মতো আউরে গেছেন সরকারি হাসপাতালের উপর তাঁর ভরসা নেই।
Naushad Siddiqui On Government Hospital