Advertisement

VIDEO: বাড়ছে জ্বর! শিশুদের নিয়ে আতঙ্ক নদিয়ায়

করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কে গোটা  দেশ। এই ঢেউতে শিশুদের বেশি আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকছে। আর তাই শিশুদের নিয়ে পরিবারের লোকজন মধ্যে বাড়ছে আতঙ্ক। এরই মধ্যে আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে নানা সমস্যা শুরু হয়েছে। বিশেষ করে জ্বর ও শ্বাসকষ্ট। নদিয়ার রানাঘাট ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ক্রমেই শিশুদের মধ্যে বেড়ে চলেছে জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা। বিগত দুই দিনে রানাঘাট মহকুমা হাসপাতালে প্রায় ৭৫ জন শিশু জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ভর্তি হয়েছে। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার শ্যামল কুমার পড়ে জানান, আবহাওয়া পরিবর্তনের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অভিবাবকদের সজাগ থাকতে হবে। 

Advertisement