Advertisement

Tiger attack: গোসাবার লোকালয়ে বাঘের হানা, জখম এক বনকর্মী

গোসাবায় বাঘের আক্রমণে জখম এক বনকর্মী। শুক্রবারই গোসাবার লাহিড়ীপুর গ্রাম বাঘের পায়ের ছাপ মিলেছিল। শনিবার সকালেও নতুন করে আতঙ্ক ছড়ায় বাঘের পায়ের ছাপ ঘিরে। সেখানে আসেন বন দফতরের কর্মীরা। ওই গ্রামেই বাঘের খোঁজ শুরু হয়। সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর মিত্র বাড়ি এলাকায় বাঘটিকে দেখা যায়। তখনই বাঘটি পাল্টা আক্রমণ করে। গুরুতর জখম হন এক বনকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এখনও পর্যন্ত বাঘটিকে ধরা সম্ভব হয়নি।

One Injured in Tiger Attack in Gosaba

Advertisement