Advertisement

Samir Guha LIC: Pahalgam এ হত সমীর গুহর পরিবার 36 ঘণ্টায় পেল ডেথ ক্লেমের 1 কোটি 70 লক্ষ

Pahalgam এ জিহাদি হানার ঘটনায় নিহত হয়েছে Kolkata র Behala র বাসিন্দা Samir Guha। বেহালার সখের বাজারের বাসিন্দা ছিলেন সমীরবাবু। নিহতের স্ত্রীর হাতে LIC র ডেথ ক্লেমের টাকা মাত্র ৩৬ ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যে তুলে দিল কর্তৃপক্ষ। জিহাদি হানায় ঘটনায় নিহত সমীর গুহর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী শর্বরীর গুহর হাতে ডেথ ক্লেমের এক কোটি ৭০ লক্ষ টাকার চেক তুলে দেন জীবনবিমা আধিকারিকরা। মঙ্গলবার, ২২ এপ্রিল পহেলগামের বৈসারণ ভ্যালিতে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে হামলা চালায় জিহাদিরা। প্রাণ যায় ২৬ জন পর্যটকের। সেই তালিকায় ছিলেন বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ। তাঁর মৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী Arup Biswas । তবে মৃত্যুর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে এভাবে ডেথ ক্লেমের অর্থ হাতে পেয়ে যাওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

Pahalgam attack victims family compensated

Advertisement