Advertisement

Panskura Teenager Death: পাঁশকুড়ায় ওই বাচ্চাটিকে সত্যিই মেরেছিলেন সিভিক? CCTV ফুটেজ

চিপস চুরির অভিযোগ। আর সেই অভিযোগ সামলাতে না পেরেই বিষ খেয়ে 'আত্মঘাতী' হয়েছে সপ্তম শ্রেণির এক পড়ুয়া। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। চিরকুটে ওই ছাত্র লিখেছেন, 'মা, আমি চুরি করিনি...।' এই ঘটনায় দোকান মালিক তথা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। চিপস চুরির অভিযোগে সিভিক ভলান্টিয়ার ওই কিশোরকে শাস্তি দেওয়াতেই নাকি অপমানে আত্মঘাতী হয়েছে সে, এই অভিযোগই উঠেছে। শোরগোলের মধ্যে এবার প্রকাশ্যে এল এক সিসিটিভি ফুটেজ। যে ফুটেজে ওই কিশোরকে বরং আগলাতে দেখা গিয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। দেখুন ভিডিও

Advertisement
POST A COMMENT