Advertisement

Madhyamik Student : ফেরি করেই মাধ্যমিকে 738, হায়ার স্টাডিজের দায়িত্ব নিল পুলিশ

সাধারণ মানুষের পাশে থাকতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। এবার তেমনই আরও এক পদক্ষেপ পুলিশের। দারিদ্র্যতাকে দূরে সরিয়ে মাধ্যমিক পরীক্ষায় নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসায় প্রথম হয়েছে ইসাহাক আহমেদ। আর সেই দরিদ্র মেধাবী ইসাহাকের উচ্চ শিক্ষার দায়িত্ব নিলেন জঙ্গিপুরের পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ ও ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র। ইসাহাককে সামশেরগঞ্জ ব্লকের একটি বেসরকারি স্কুলে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি করা হয়। পুলিশ প্রশাসনের সহযোগিতায় উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি ইসাহাক আহমেদের পরিবার।

Police support helps isahak ahmed continue higher studies

Advertisement