বীরভূমের (Birbhum) সদাইপুর থানার অন্তর্গত বনকাঠি গ্রামে হঠাৎ একটি অজগর সাপ (Python) দেখতে পাওয়া যায়। যা ঘিরে আতঙ্ক ছড়ায় পুলিশ কর্মী এবং এলাকাবাসীর মধ্যে। ঘটনার পরেই বনদপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দীনবন্ধু বিশ্বাস, বনদপ্তরের কর্মীরা এবং সদাইপুর থানার পুলিশ ওই সাপটিকে (Snake) উদ্ধার করেন। সাপটি একটি বাচ্চা অজগর বলে জানা গিয়েছে। লম্বায় প্রায় ৩ ফুট। বর্তমানে নদী-নালার জল বেড়ে যাওয়ার কারণে এই সকল সাপগুলি লোকালয়ে চলে আসছে বলে জানিয়েছেন দীনবন্ধু বিশ্বাস।