ডেরেক ও'ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ও দোলা সেনকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল করেছে। সঙ্গে রয়েছেন তিন নতুন মুখ। তাঁরা হলেন, সমাজকর্মী সাকেত গোখলে, সামিরুল ইসলাম ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইক। শেষের তিনজন সেই অর্থে পরিচিত মুখ নন। তাঁদের কেন প্রার্থী করল তৃণমূল ? বিশ্লেষণে জয়ন্ত ঘোষাল।
Jayanta Ghosal Analysis On Rajya Sabha Election 2023