বকেয়া-বাবদ রাজ্য ও কেন্দ্রের সংঘাত সব সময়ই সামনে চলে আসছে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই অভিযোগ প্রতি পদক্ষেপেই করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফের একবার বকেয়া চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল নবান্ন। রেশনের জন্য বকেয়া 12 হাজার 714 কোটি টাকা চেয়ে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রককে চিঠি পাঠাল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে রেশন বাবদ রাজ্যের বকেয়া আটকে রাখা হয়েছে বলে অভিযোগ সরকারের। কী কারণে এই বিপুল পরিমাণ টাকা বকেয়া রাখা হয়েছে, তার নির্দিষ্ট কোনও কারণও জানানো হয়নি বলে অভিযোগ। রেশন গ্রাহকদের চাল দেওয়ার জন্যই মূলত এই টাকা বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে।
Ration scam: West Bengal demands dues