রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে। কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তারই মধ্যে বৃষ্টির কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। 3 ও 4 জুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এমনিতেই রাজ্যের একাধিক জেলাতে তাপমাত্রার পারদ 40 ছুঁই ছুঁই। যেমন- আলিপুরদুয়ারে পারদ 39 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস,কলকাতা, দমদম ও সল্টলেকে প্রায় 40 ছুঁই ছুঁই। তবে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির মধ্য়ই থাকবে বলে রিপোর্টে জানানো হয়েছে। রাজ্যের পশ্চিমের জেলা যেমন মালদা ও দুই দিনাজপুরেই তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশেই থাকবে। বাইরে হাওয়া নেই, তাই ঘাম বেশি হবে। সঙ্গে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Regional Weather Forecast