Advertisement

Robot in Krishnanagar Restaurant: "আমি অনন্যা... আমাকে রাস্তা দিন", বাংলার রেস্তোরাঁয় খাবার সার্ভ করছে রোবট

বাংলার এক রেস্তোরাঁয় খাবার সার্ভ করছে রোবট। হ্যাঁ কৃষ্ণনগরের এক রেস্তোরাঁয় এমনই এক রোবট খাবার সার্ভ করছে। নাম অনন্যা। কিচেন থেকে খাবার নিয়ে সোজা চলে যাচ্ছে খাবার টেবিলে। আর ভিড়ভাট্টা দেখলেই থমকে যাচ্ছে আর বলছে, "আমি অনন্যা খাবার নিয়ে যাচ্ছি আমাকে রাস্তা দিন"। দিনের পর দিন রোবট দেখতে রেস্তোরাঁয় ভিড় জমছে। রেস্তোরাতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে। শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজাও করছে খুব। মহিলা পরিচালিত মাদার্স হাট রেস্তোরাঁর বর্তমান মূল আকর্ষণ অনন্যা নামের এই রোবট।

Advertisement
POST A COMMENT