কথায় আছে রাখে হরি মারে কে। এমনই এক ঘটনার সাক্ষী হল মালদার ইংরেজবাজারে ২৩ নম্বর ওয়ার্ড। বৃহস্পতিবার ভোরে ঝড়ের তাণ্ডবে বিশাল একটি নিম গাছ ভেঙে পড়ে এক টালির বাড়িতে। সেই সময় দুই শিশুকে নিয়ে ঘরের ভেতরে ছিল তাদের মা। ঘরটি সম্পূর্ণ ধুলিসাৎ হয়ে যায়। আশ্চর্যজনভাবে বেঁচে যায় তিনজনই। জানা গেছে , ঝড়ে নিম গাছটি ভেঙে পড়ার সময় দুই শিশুকে নিয়ে রিতা দাস চৌকির তলায় ঢুকে । সবাই ভেবেছিল চাপা পড়ে তারা মারা গেছে। কিছুক্ষণ পড়ে ভগ্নস্তুপ সরিয়ে বেড়িয়ে আসে তারা।
Mother and two children survived in the present intelligence