কুলতলিতে আবারও বাঘের দর্শন । ৫ নম্বর গরানকাঠি এলাকায় বাঘ দেখতে পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে খবর। এদিন সকালে বাঘ দেখতে পান এক মৎস্যজীবী চম্পা নস্কর। তিনি ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে গিয়েছিলেন, তখনই বনের মধ্যে বাঘ দেখতে পান। ওই মৎস্যজীবি পালিয়ে আসেন গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মী ও কুলতলী থানার পুলিশ। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
Royal Bengal Tiger was seen in Kultali