Advertisement

Bayron Biswas Joins TMC: মুখ থুবড়ে পড়ল সাগরদিঘি মডেল, তৃণমূলে যোগ দিলেন বায়রন

তৃণমূলের যোগ দিলেন রাজ্যের একমাত্র কংগ্রেস বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১২ জুন বিহারের পটনায় যখন বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তার আগে বায়রনের দলবদল কি প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে? সেই প্রশ্নের সঙ্গে যা ঘটল, তিন মাসেই ভেঙে গেল 'সাগরদিঘি মডেল'। অধীর চৌধুরীর অভিযোগ, সাগরদিঘির হার মেনে নিতে পারছিল না তৃণমূল। জনগণের রায়কে পদাঘাত করলেন বায়রন। তার পাল্টা বায়রনের দাবি, কংগ্রেসের ভোটে তিনি জেতেননি। এটা তাঁর ব্যক্তিগত ভোট। প্রয়োজনে আবার ভোটে দাঁড়াতে পারেন।  

Sagardighi Congress MLA Bayron Biswas Joins TMC

Advertisement
POST A COMMENT