Advertisement

Suvendu Adhikari: সন্দেশখালির শেখ শাহজাহান কোথায় লুকিয়ে? জানালেন শুভেন্দু অধিকারী

শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকরা রেইডে গিয়ে আক্রান্ত হন। তার পরেই শেখ শাহজাহানের জন্য লুকআউট নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর খোঁজ শুরু হয়েছে। এমনই পরিস্থিতিতে শেখ শাহজাহান কোথায় আছেন, তা জানেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন। তখনই দাবি করেন, 'বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল, পারেনি। লুকআউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি। কোথাও যেতে পারবে না। ওঁ ছিল সন্দেশখালিতে বেরমজুর-২ গ্রাম পঞ্চায়েতে প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে। তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মাঝরাতে, রাত একটায় আমাকে মেসেজ করে জানিয়েছে। এদেরকে জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনও কারণ নেই।'

Advertisement
POST A COMMENT