Advertisement

Suvendu Adhikari on Sandeshkhali Violence: 'রাজভবনের সিঁড়িতে বসে লাগাতার ধর্না দেব', সন্দেশখালি-কাণ্ডে রাজ্যপালকে সময় বেঁধে দিলেন শুভেন্দু

সন্দেশখালি নিয়ে এবার পথে নামল বিজেপি। সোমবার ১৪৪ ধারা ভেঙে সন্দেশখালি যাওয়ার হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সন্দেশখালি-কাণ্ডে রাজ্যপালের পদক্ষেপ চেয়ে এ দিন বিজেপি বিধায়কদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে রাজ্যপালের দেখা পাননি। রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু বলেন,'নন্দীগ্রামে সিপিএমের চটি পরা ক্যাডাররা যা করেছিল, সন্দেশখালিতে একই কায়দায় কাজ করছেন রাজীব কুমার, মনোজ বর্মারা। রাজ্যপাল কেরলে আছেন। তিনি ফিরলে ৫০ জনের বেশি বিজেপি বিধায়কের আবেদন নিয়ে যাব। ১৪৪ ধারা প্রত্যাহার করুন। ইন্টারনেট চালু করুন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন।' সেই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, 'সোমবার বিধানসভায় জড়ো হয়ে সন্দেশখালি যাব। ২৪ ঘণ্টা সময় দিয়ে গেলাম। সোমবার ১৪৪ ধারা ভাঙব। কত ক্ষমতা আছে দেখতে চাই! আপনি কিছু না করলে সিঁড়িতে বসে লাগাতার ধর্না দেব।'

Advertisement
POST A COMMENT