scorecardresearch
 
Advertisement

একাধিক দাবি নিয়ে বাঁকুড়ার পথ অবরোধ সাঁওতাল সম্প্রদায়ের মানুষের-VIDEO

একাধিক দাবি নিয়ে বাঁকুড়ার পথ অবরোধ সাঁওতাল সম্প্রদায়ের মানুষের-VIDEO

বাঁকুড়ার বিভিন্ন এলাকায় সকাল থেকে পথ অবরোধ সাঁওতাল সম্প্রদায়ের মানুষের। সারি ধর্মের স্বীকৃতির দাবিতে কলকাতায় আন্দোলন করতে যাওয়ার জন্য প্রয়োজনীয় যথেষ্ট সরকারি বাস সময়মতো না পাওয়ায় এই অবরোধ বলে জানাগেছে। বাঁকুড়ার বাঁকুড়া ঝাড়্গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের রাইপুর, সিমলাপাল, পিড়রগাড়ী মোড় সহ বিভিন্ন রাস্তায় অবরোধ শুরু করল একাধিক আদিবাসী সংগঠন। আন্দোলনকারীদের দাবি, সরকারি সব নিয়ম মেনে সরকারি বাস বুকিং করার পরও ষড়যন্ত্র করে আদিবাসীদের আন্দোলন ভেস্তে দেওয়ার জন্য সময়মতো যথেষ্ট বাস দেওয়া হয়নি। আদিবাসীদের এই অবরোধের জেরে আজ সকাল থেকে বাঁকুড়া ঝাড়গ্রাম সহ বিভিন্ন রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। বাসের জন্য দেওয়া অগ্রিম টাকা অবিলম্বে ফেরৎ ও নিজেদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে আদিবাসী সংগঠনের নেতৃত্ব।

Advertisement