Advertisement

Keleghai River: টানা বৃষ্টিতে কেলেঘাই নদী উপচে ভাসছে পটাশপুর সহ বেশ কয়েকটি গ্রাম

টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বেশ কয়েকটি গ্রাম বাগুই এবং কেলেঘাই নদীর জল উপচে পড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে। নদীর জল হু হু করে ঢুকছে গ্রামে। জলমগ্ন রাজ্য সড়ক।

Advertisement
POST A COMMENT