করোনার থাবা শক্তিগড়ের বিখ্যাত ও প্রসিদ্ধ লাংচা ব্যবসায়। নেই বিক্রি। হচ্ছে কর্মী ছাঁটাই। করোনার দ্বিতীয় ঢেউয়ে দোকান খোলায় সময়ে লাগাম টেনেছে সরকার। যেখানে মিষ্টির দোকান খোলার সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। একই সাথে বন্ধ বাস। বিধি নিষেধ রয়েছে বিনা কাজে যাতায়াতেও। এই শক্তিগড়ের প্রসিদ্ধ ল্যাংচা ব্যবসা মূলত সরকারি-বেসরকারি বাস ও ছোট গাড়ি নির্ভর। যারা ভিন রাজ্য ও জেলার বাসিন্দা তারা ২ নম্বর জাতীয় সড়ক ধরে যখন কলকাতা-দুর্গাপুর অথবা দুর্গাপুর-কলকাতা অভিমুখে যান তখন পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার স্বাদ নিতে কোনও না কোনও দোকানে অবশ্যই ভিড় জমান। কিন্তু করোনাকালে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। তাই সমস্য়ায় পড়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত কর্মীরা।