প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্ম বলিদান দিবসে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী। কাঁথি শহরের রাখাল চন্দ্র বিদ্যাপীঠের কাছে একটি পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। তিনি বলেন, 'রহস্যজনকভাবে মারা গেছেন শ্যামাপ্রসাদ। বর্তমান প্রজন্ম তাঁর যে অবদান সেই সম্পর্কে যাতে আরও ভালো করে জানতে পারে তার জন্য ভারতীয় জনতা পার্টি ব্যবস্থা করছে। এমন ব্যক্তিত্বরা না থাকলে আমারা হয়তো ভারতবাসী হিসেবে বাঁচতেই পারতাম না, কোনও ইসলামিক রাষ্ট্রের মানুষ হিসেবে বাঁচতে হত।এমন ব্যক্তিত্বদের অবদানে আমরা ভারত মাতার সন্তান হতে পেরেছি নইলে আমাদের পাকিস্তান অথবা বাংলাদেশের হয়ে বাঁচতে হত।'