scorecardresearch
 
Advertisement

Religious Insanity Centered On A Snake: মনসা রূপে পুজো শুরু বিষধর সাপটির, উদ্ধার করতে গিয়ে বাধার মুখে বনদফতর

Religious Insanity Centered On A Snake: মনসা রূপে পুজো শুরু বিষধর সাপটির, উদ্ধার করতে গিয়ে বাধার মুখে বনদফতর

জীবন্ত সাপকে ঘিরে ধর্মীয় উন্মাদনা। হাজার হাজার মানুষের ভিড় মালদার সকুল্লাপুরে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় দেখা দিচ্ছে এক জীবন্ত সাপ। প্রতিদিন নিয়ম করে একই জায়গায় আসছে সাপটি। তাকেই দেবী মনসার রূপে মেনে নিয়ে এলাকায় বাড়ছে ধর্মীয় উন্মাদনা। শুরু হয়েছে পুজো। বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন সাপটিকে দেখতে। ইতিমধ্যেই ভক্তদের দানের অর্থ দিয়ে শুরু হয়েছে মনসা মন্দির তৈরির প্রস্তুতি। এদিকে ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হচ্ছে বনদফতর ও প্রশাসনকে।

Religious Insanity Centered On A Snake at Malda

Advertisement