Advertisement

Durga puja 2024: পুরো প্যান্ডেলই ১০০ ফুটের দুর্গামূর্তির আদলে, শহীদ কলোনি সর্বজনীনের এবারের চমক

প্রতি বছর সোদপুরের শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজোকে ঘিরে কৌতুহল থাকে। এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীরা। ৭৫তম বর্ষে ১০০ ফুটের দুর্গা মুর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায়। শিল্পী চিরঞ্জিত দাসের তত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মন্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে।

Advertisement
POST A COMMENT