Advertisement

'তোমার ভাবনায় বাংলা', দুর্গাপুরের রাস্তায় শুভেন্দুর পোস্টার

তোমার ভাবনায় বাংলা লেখা এবং তার সাথে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে গোটা শহর দুর্গাপুর জুড়ে পরলো পোস্টার ৷ দুর্গাপুর পশ্চিম ও পূর্ব বিধানসভার বিভিন্ন এলাকায় তোমার ভাবনায় বাংলা লেখা ও শুভেন্দু অধিকারীর ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ শুভেন্দু অধিকারী পোস্টারের পাশেই পড়েছে দুর্গাপুরের ৪ নম্বর বরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা পোস্টার দুর্গাপুরের ভাবনায় দাদা ৷ দুর্গাপুর নগর নিগমের সামনেও পড়েছে এই পোস্টার ৷

Advertisement