'আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বের কারণে'। পূর্ণমের দেশে ফেরার পর মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'এই ভারতে জওয়ানকে ধরে নিয়ে গেলে প্রয়োজনে সেই দেশের জওয়ানকে ধরে আটকে রাখে ভারত। এই সাহস ভারত রাখে'।