Advertisement

Anubrata Mondal: 'জোড় হাত করে বলছি...', কিসের আর্জি জানালেন অনুব্রত?

দেউচা-পাচামি প্রকল্পে বাধা আসতে দেবেন না -হাতজোড় করে আর্জি অনুব্রত মণ্ডলের। সোমবার মহম্মদবাজার কমিউনিটি হলে জমির পাট্টা বিলির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন অনুব্রত। সম্প্রতি গ্রামীণ উন্নয়ন গোষ্ঠীর চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই সরকারি জমির পাট্টা বিলির অনুষ্ঠানে এসেছিলেন। এদিন প্রশাসনের তরফে ১১৩ জনের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। সেই অনুষ্ঠানের মঞ্চেই 'বহিরাগত প্ররোচনা' নিয়ে সতর্ক করে দিলেন অনুব্রত মন্ডল। তিনি বলেন, 'কয়লা শিল্পের কাজে কোনও বহিরাগত প্ররোচনায় পা দেবেন না।' শুধু তাই নয়, কোনও খারাপ পরামর্শ দেওয়া হলে যেন তাঁদের কাছেই সেই বিষয়ে জানানো হয়, সেকথাও বললেন 'কেষ্ট'। হাতজোড় করে আর্জির ভঙ্গিতে তিনি বললেন, 'যদি কেউ খারাপ পরামর্শ দেয়, হাতজোড় করে বলব, দয়া করে আমাদের জানাবেন। এই প্রোজেক্টটা নষ্ট করবেন না।’

Advertisement
POST A COMMENT