Advertisement

Jaynagar TMC Leader Murder: তৃণমূল নেতাকে গুলি, জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর

জোড়া খুনে অগ্নিগর্ভ দক্ষিণ চব্বিশ পরগনারি জয়নগর। তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও, তৃণমূল নেতা শওকত মোল্লার দাবি বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা মিলেই খুন করেছে অঞ্চল সভাপতিকে। এ দিকে এই ঘটনার পরই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাঁটি গ্রামে একের পর এক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বাড়ি-ঘর, দোকান ভাঙচুর করা হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে নামাজ পড়তে যাওয়ার পর সোমবার খুন হন সইফুদ্দিন লস্কর। সেই সময় পাঁচজন দুষ্কৃতী সইফুদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুই দুষ্কৃতীকে ধরে ফেলেন। এর মধ্যে এক অভিযুক্তকে ঘটনাস্থলেই পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। অপর এক অভিযুক্ত গ্রেফতার হয় পুলিশের হাতে।

Advertisement
POST A COMMENT