Advertisement

Saokat Molla On Nawsad Siddique: 'নওশাদ জঙ্গি নেতা', ISF নেতার বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

ভাঙড় কলেজ মাঠের সভায় ফের নওশাদ সিদ্দিকি ও বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করলেন শওকত মোল্লা। বলেন,'আমি তোমাকে জঙ্গিনেতা বলেছি, তোমার খুব গায়ে জ্বালা করছে? কোর্টে যাবে আমার বিরুদ্ধে ? যাও, কোনও আপত্তি নেই। আমরা কোর্টে দাঁড়িয়ে বলব, একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম নওশাদ সিদ্দিকী'। শুভেন্দু অধিকারীকেও একহাত নিয়েছেন শওকত।

Advertisement
POST A COMMENT