Advertisement

Soumen Mahapatra On RG Kar Issue: 'আরজি কর নিয়ে ছেলের নামে অপপ্রচার', নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায়ক সৌমেন

আর জি কর কাণ্ড নিয়ে তাঁর ছেলের নামে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হয়েছে সেই তথ্য ঠিক নয়। এমনটাই দাবি করলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক করে সৌমেন মহাপাত্র জানান, 'আর জি করে যে মেয়েটি মারা গিয়েছে সে আমার মেয়ের মতো। আমি চাই সঠিক তদন্ত হোক। তদন্তের স্বার্থে আমি, আমার ছেলে ও আমার পরিবার সাহায্য করব। তবে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার চলছে, আমার ছেলে এই কাণ্ড ঘটিয়েছে, তা ঠিক নয়। আমার ছেলে ২০১৭ সালে এসএসকেএম থেকে পাস আউট। এখন সে অর্থাৎ ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র পাঁশকুড়ার পিৎপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ। আমি শুধু বলতে চাই যারা সোশ্যাল মিডিয়ায় আমাকে এবং আমার পরিবারকে অপদস্ত করার চেষ্টা করছে তাদের শুভবুদ্ধির উদয় হোক।'

Advertisement
POST A COMMENT