রানাঘাট ১ নম্বর ব্লকের রামনগর আইসতলার বাসিন্দা মানিক দেবনাথ। ১৯৯৬ সাল থেকে ছোট ছোট জিনিসের ওপর মুনি ঋষিদের ছবি, চলচিত্র শিল্পী থেকে খেলোয়াড়দের বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছেন তাঁর তুলির টানে। শুধু তাই নয় ২০০৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তাঁর শিল্পের নিদর্শন তুলে দিয়েছিলেন তিনি। মফস্বলে থাকার জন্য তার এই শিল্প মর্যাদা পাইনি বলে মানিক দেবনাথের আক্ষেপ। তবুও সৃষ্টির টানে তিনি এগিয়ে চলেন । স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে তিনি শোকাহত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ছোলার ডালের ওপর তার ছবি আঁকলেন মানিকবাবু ।
Tribute to Lata Mangeshkar by art at nadia ranaghat