কোনা-বেনারস রোডের (Kona-Benaras Road) ওপর 'লক্ষীর ভান্ডার' (Laksmir Bhandar) প্রকল্পের একাউন্ট (Bank Account) করার জন্য দীর্ঘক্ষন ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে লাইন দিয়ে ছিলেন বেশ কিছু মহিলা। ওই ব্যাঙ্কের ম্যানেজারের দুর্ব্যবহারের কারণে গ্রাহকরা বিপাকে পড়েন। মহিলারা তখন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অফিস যাত্রীদের যাবার সময় এই দূর্ভোগে পড়তে হয়। খবর পেয়ে দাসনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা (Police) এসে গোটা বিষয়টি সামাল দেন। তারা ম্যানেজারের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখেন, তারপরে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন।