scorecardresearch
 
Advertisement

Visva-Bharati Living Heritage University: 102 বছর পর শান্তিনিকেতন UNESCO হেরিটেজ, কিন্তু সেই ঐতিহ্য কী আছে?

Visva-Bharati Living Heritage University: 102 বছর পর শান্তিনিকেতন UNESCO হেরিটেজ, কিন্তু সেই ঐতিহ্য কী আছে?

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাস্তিনিকেতন পেল ইউনেস্কোর স্বীকৃতি। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান শান্তিনিকেতনকে ইউনেস্কোর হেরিটেজ লিস্টে জায়গা পাওয়ার খবর রবিবার 17 সেপ্টেম্বরই সামনে আসে। এই স্বীকৃতির জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করেন, একথা জেনে আনন্দিত হলাম যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ও ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত রূপ শান্তিনিকেতন উৎকীর্ণ হয়েছে UNESCO-র বিশ্ব পরম্পরা তালিকায়।

Visva-Bharati to be World's First Living Heritage University

Advertisement