নিট বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,'এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। হাজার-হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হল। টক শো হল। তদন্ত হল। গ্রেফতারও হল। রাজ্যের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে উঠলে ইডি সিবিআই-এর ভিড় জমে। এক্ষেত্রে কোথায় তারা?' ব্রাত্য বসু আরও জানান,'একটা সময় মেডিক্যাল প্রবেশিকা নিত রাজ্য। ওদের উচিত ওই পরীক্ষা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া'।
WB Education Minister Bratya Basu Demands Return of Medical Joint Exam to the Hands of the State