Advertisement

কতদিন শীতের প্রভাব থাকছে কলকাতা ও পশ্চিমবঙ্গে? কী বলছে হাওয়া অফিস-VIDEO

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 13. 7 ডিগ্রি. আগামীকাল রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী বেড়ে যাবে.তবে এই তাপমাত্রা বাড়ার সাময়িক. 21 তারিখ থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে প্রায় দুই থেকে তিন ডিগ্রি.আগামী দুদিন তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে দক্ষিণ-পশ্চিমের উষ্ণ হাওয়া. আগামী 24 ঘন্টা পরথেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হবে. দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 19 ও 20 হালকা কুয়াশা এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে. দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই.

Advertisement