পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার সহ রাজ্যের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। রয়েছে হলুদ সঙ্কেত। শুধু মাত্র বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় সতর্কবার্তা দেওয়া হয়নি। ১৫ তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া আছে । দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্ক বার্তা নেই ১৫ তারিখ। ১৬ , ১৭ এবং ১৮ তারিখে কোথাও কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি । জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।