scorecardresearch
 
Advertisement

Weather Forecast Of Bengal: উত্তরে শিলা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলায়?

Weather Forecast Of Bengal: উত্তরে শিলা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলায়?

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া সম্ভাবনা থাকছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও সতর্কতা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পাশাপাশি আদ্রতা জনিত অসস্তিও বজায় থাকবে। এবং আগামী ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে তাপপ্রবাহের সর্তকতা থাকছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

Latest Weather Update Of West Bengal

Advertisement