scorecardresearch
 
Advertisement

Weather Forecast Today: বাংলায় এক ধাক্কায় তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি, ফিরবে তাপপ্রবাহ ?

Weather Forecast Today: বাংলায় এক ধাক্কায় তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি, ফিরবে তাপপ্রবাহ ?

আজ দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং মুর্শিদাবাদ বাদে বাকি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল কেবলমাত্র পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আগামী ১৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৭ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। পাশাপাশি আগামী ৫ দিনে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। তবে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে আগামী ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে। অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই আন্দামান-নিকোবরে প্রবেশ করবে বর্ষা। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

Latest Weather Update Of West Bengal

Advertisement