মাঝ ফেব্রুয়ারিতেও হালকা শীতের আমেজ শহরে। ভ্যালেন্টাইন্স ডে-তে শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন হবে না। এরপর বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করবে রাতের তাপমাত্রা। ১৮ তারিখের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে। ফলে শীত সেই ভাবে অনুভূত হবে না কলকাতায়। দুই বঙ্গেই এই মুহূর্তে বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ১৮ তারিখ থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, ফলে সেই সময় একটু বেশি গরম অনুভূত হবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
Weather Update Of West Bengal