Advertisement

West Bardhaman News: পাল্টে গেল বর্ধমান স্টেশনের নাম, জানেন কী কেন

পাল্টে গেল বর্ধমান স্টেশনের নাম। জানেন কী কেন। বাংলা ছবির শুটিং-র জন্য রাতারাতি পাল্টে গেল স্টেশনের নাম। কিন্তু অবাক করার বিষয় হল, এই নিয়ে রেল কর্তৃপক্ষের তরফে আগে থেকে কিছুই জানানো হয়নি। যার ফলে সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। তাই ক্ষোভে ফেটেও পড়েন তাঁরা। বাংলা ছবি পাহাড়গঞ্জ হল্টের শুটিং-র জন্য নাম পাল্টানো হয়েছে। ছবিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী এবং পাওলি দাম। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহাগ সেনের মতো অভিনেতারা। রেলের অনুমতি নিয়েই তিনদিনের জন্য পূর্ব বর্ধমানের আউশগ্রামের বনপাস স্টেশনে সেট সাজিয়েছেন পরিচালক। কিন্তু রেলের তরফে এর জন্য আগাম কোনও প্রচার না থাকায় সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা।

West Bardhaman railway station name change paharjung halt

Advertisement