Advertisement

Ranaghat Dakshin Assembly By Election Result 2024: 'বিজেপিকে ভোট দিয়ে মানুষ অনুতপ্ত', রানাঘাট দক্ষিণ পদ্মের হাত থেকে ছিনিয়ে বললেন মুকুটমণি

লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুটমণি অধিকারী। রানাঘাটে তাঁকে প্রার্থী করেছিল দল। তবে হেরেছেন। তারপর উপনির্বাচনে নিজের ছেড়ে দেওয়া রানাঘাট দক্ষিণ আসে ঘাসফুল প্রতীকে দাঁড়ান মুকুটমণি। ভোটের ফলে তাঁর জয়ের আভাস স্পষ্ট হতেই বিজেপিকে আক্রমণ শানান মুকুটমণি। শুরু হয়ে গিয়েছে উদযাপনও।

Advertisement
POST A COMMENT