মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় সকালবেলায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন দলীয় কর্মীদেরকে অ্যারেস্ট করার প্রতিবাদে। সকাল সকাল মেদিনীপুর বিটি কলেজে ভোট দিয়ে বেরোলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। সংবাদ মাধ্যমের কাছে তিনি যেটা অভিযোগ করেন বিজেপি কার্যকর্তারা যাতে ভোট পরিচালনা করতে না পারে সেই জন্য তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বর্তমান রাজ্য কমিটির সদস্য ধিমান কোলে কেও পুলিশ আটক করে রেখেছেন বলে অভিযোগ করেন শুভজিৎ রায়।