Advertisement

Weather Update: বাংলা জুড়ে প্রবল বৃষ্টি নামবে কবে থেকে?

নিম্নচাপের জেরে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অক্ষরেখার কারণে বৃষ্টি হতে পারে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে সিকিম থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই গিয়েছে। তাই বাংলায় আবার দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার বৃষ্টি হলেও তার পর থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু এর পরেই নতুন করে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বাড়বে গরম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ঝড়বৃষ্টি হতে পারে। তার পর বুধবার থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ-সহ উত্তরের বাকি জেলাতেও বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও এই গরমের নাজেহাল পরিস্থিতি বজায় থাকবে।

west bengal kolkata weather update and forecast.

TAGS:
    Advertisement