Advertisement

TMC Workers Offer Water To Dilip Ghosh: দিলীপকে 'স্বাগত' TMC-র, শালবনী পৌঁছতেই ORS-ঠান্ডা জলের ব্যবস্থা

ঠান্ডা জল দিয়ে জঙ্গলমহলে দিলীপ ঘোষকে স্বাগত জানালেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার শালবনীতে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ ঠিক ঠাক হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শালবনি বিডিও অফিসে হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ। সেখানেই হঠাৎ তার জন্য ঠান্ডা জল ও ORS নিয়ে হাজির হলেন একদল তৃণমূলকর্মী। হাসিমুখেই তা গ্রহণ করলেন দিলীপ ঘোষ। অবশ্য শালবনীর তৃণমূল কর্মীদের দাবি, এটাই তৃণমূলের সংস্কৃতি।

TMC Workers Offer Cold Water and ORS To Dilip Ghosh at Salboni

Advertisement
POST A COMMENT