রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। এদিন একটি সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে আগামী ৮ জুলাই এক দফাতেই হবে ভোটগ্রহণ। ৯ই জুন থেকে শুরু হচ্ছে নমিনেশন জমা দেওয়া, চলবে আগামী ১৫ তারিখ পর্যন্ত। ২০ জুন নমিনেশন প্রত্যাহারের শেষ দিন। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশ দিয়েই হবে নাকি কেন্দ্র বাহিনী দিয়ে ? এই প্রশ্নের উত্তরে রাজিব সিনহা জানিয়েছেন এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে।
West Bengal Panchayat Election 2023 Latest Updates