অবশেষে স্বস্তি, ৫-ই মে থেকে বৃষ্টির শুরু দক্ষিণবঙ্গে, জানিয়ে দিল আবহাওয়া অফিস। আগামী ৫ তারিখ উপকূলের তিন জেলা অর্থাৎ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত চলবে এই বৃষ্টি, এবং ধীরে ধীরে বাড়ারও সম্ভাবনা থাকছে। পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন নেই, এবং ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। তবে আজ থেকে আগামী পাঁচ দিন দুইবঙ্গেই তাপপ্রবাহ জারি থাকবে। পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপ্রবাহের লাল সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর ও মালদাতে তাপপ্রবাহ চলবে। অন্যদিকে আগামী ২ দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।
Latest Weather Update Of West Bengal