অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। আন্দামান-নিকোবরে প্রবেশ করল বর্ষা। পাশাপাশি আগামী ১৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ, এবং ১৬ তারিখের পর থেকে কমবে তাপমাত্রাও। ১৫ তারিখের পর থেকে আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি সঙ্গে দমকা হওয়া চলবে। তবে ১৫ তারিখের আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। এবং পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহেরও সতর্কতা থাকছে।