আগামী দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। কারণ এই মুহূর্তে উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ুও সক্রিয় রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ২ তারিখ থেকে বৃষ্টিপাত বেশ কিছুটা বাড়াবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস।