উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এর প্রভাবে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুরে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে