গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত গভীর নিম্নচাপ। আগামী ৩১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি বজায় থাকবে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।