আগামী ১২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং তাপপ্রবাহ চলবে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এবং আগামী ১০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের শুরু হবে তাপপ্রবাহ। এরপর আগামী ১০ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এবং উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও মালদাতে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।