সুমাত্রা উপকূল ভাগের কাছাকাছি এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৩ তারিখ অর্থাৎ শনিবারের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আগামী ২৫ তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব সরাসরি আমাদের ওপর পড়বে না। তবে নিম্নচাপের কারণে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হচ্ছে। পাশাপাশি বর্তমানে আমাদের রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া চলবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে। আগামী ৫ দিন এই পরিস্থিতিতে বজায় থাকবে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস।